ডেটলাইন কোলকাতাঃ রাজ্যে এবার আরও একটি নতুন দিবস বাড়ল। এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছেন, এবছর থেকে প্রতি বছর ১ সেপ্টেম্বর রাজ্যে পুলিশ দিবস পালন করা হবে। কিন্তু কেন এই উদ্যোগ? করোনা-যুদ্ধে পুলিশের ভূমিকাকে শ্রদ্ধা জানাতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মহামারীকালে ডাক্তার,নার্স,স্বাস্থ্যকর্মীদের সঙ্গেই পুলিশকর্মীরাও প্রানের ভয় না করেই কাজ করেছেন। কোভিড যুদ্ধে পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, লকডাউন কেউ মানছেন কিনা,সঠিকভাবে মাস্ক পরছেন কিনা, যাবতীয় বিষয়ই দেখভাল করেছেন পুলিশকর্মীরা। আবার কনটেনমেন্ট জোনে পৌঁছে দিয়েছেন খাবার কিংবা ওষুধপত্র। করোনা পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এমনই নানা কাজ করেছে পুলিশ। তাই তাদের সম্মান জানাতেই পালিত হবে পুলিশ দিবস। মুখ্যমন্ত্রীর বলেছেন,আমরা ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিলাম। সেই বোর্ডও সাধ্যমতো কাজ করেছে। আবারও আমরা পুলিশের সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওই বোর্ড কাজ শুরু করবে। পুরুষদের পাশাপাশি মহিলা পুলিশরাও সমানাধিকার পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত করোনায় ১৮ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশকর্মীদের মধ্যে সংক্রমন আটকাতে এবার দূরত্ব বজায় রেখে আরও বেশি ব্যারাক তৈরী করা হবে।