রাজ্যে আগস্ট মাসে দফায় দফায় লক ডাউন

0
722

ডেটলাইন কলকাতাঃ রাজ্যে ক্রমশই করোনা সংক্রমন বেড়ে চলেছে। তার মোকাবিলায় সপ্তাহে দুদিন সম্পূর্ণ লক ডাউন আগেই ঘোষনা করা হয়েছিল। এবার গোটা আগস্ট মাসের লক ডাউন তালিকা ঘোষনা করল সরকার। মঙ্গলবার নবান্নে এবিষয়ে বৈঠকে প্রথমে জানানো হয় আগস্টের ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ অর্থাৎ ৯ দিন সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে। আগস্টের প্রতি রবিবার, তিনটি সোমবার একটি শনিবার ও একটি বুধবার লকডাউন ছিল। কিন্তু, তারপর আবার এই তালিকায় পরিবর্তন করে বলা হয়েছে আগস্ট মাসের ২ এবং ৯ তারিখ লক ডাউন থাকবে না। মানে ৯ দিনের থেকে কমে এখন ৭ দিন লক ডাউন থাকবে আগস্ট মাসে। প্রসঙ্গত, শনিবার ইদ উপলক্ষে লকডাউন জারি থেকে বিরত থাকলেও সমস্ত নিয়ম মেনেই সকলকে আনন্দ করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। প্রতিদিনই প্রায় ২০০০ এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সেই কারণে বাধ্য হয়েই এই লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছে রাজ্য সরকারকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here