ক্ষমতায় ফিরলে সারা জীবন রেশন ফ্রি,২১ শের ভার্চুয়াল সভায় ঘোষণা মমতার

0
740

ডেটলাইন কলকাতাঃ সামনের বছরই রাজ্যে বিধানসভার ভোট। তাই ২১ জুলাইয়ের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষনে চমক থাকাটাই স্বাভাবিক। করোনা আবহে এবার প্রকাশ্য জনসভার বদলে ভার্চুয়াল সভা করতে হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সারা রাজ্য জুড়ে তৃণমূল কর্মী ও সমর্থকরা সেই সভা দেখলেন পার্টি অফিসে বসে এবং এলাকায় জায়ান্ট স্ক্রিনে। সভায় মমতা আগাগোড়াই কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি, বাংলার মানুষের উদ্দেশ্যে তিনি ও তাঁর সরকার কিভাবে কোভিড-১৯ ও আমফানের মতো প্রতিকূলতার সঙ্গে লড়াই করছেন, সেই কথা তুলে ধরেছেন। এই প্রসঙ্গেই তিনি বলেন, ক্ষমতায় ফিরলে বাংলার মানুষকে তিনি সারা জীবনই ফ্রি রেশন দেবেন। তিনি বলেন,আমি অন্য জায়গা থেকে উপার্জন করব। আর সেই আয় ভাগ করে দেব গরিব মানুষের মধ্যে। এটাই পশ্চিমবঙ্গ সরকারের নীতি। তিনি তীব্র ভাষায় বিজেপির সমালোচনা করে বলেন, ‘বাংলাকে অপমানের বদলা নেব। বদলা নেব মানবিকতা দিয়ে। জেনে রাখো, বহিরাগতরা বাংলাকে শাসন করবে না। বাংলাকে শাসন করবে বাংলার মানুষ। বহিরাগতরা করবে না।’ বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর দেখাচ্ছে। উন্নয়নের কথা কখনও বলে না। সারাক্ষণ শুধু সর্বনাশের কথা বলে। রাজ্যে গুন্ডামি, দাঙ্গা, আগুন জ্বালানোর কথা বলে। মানুষকে শান্তিতে থাকতে দেয় না।’ তিনি এদিন এনআরসি-এনপিআর-সিএএ’র প্রসঙ্গ তুলে বলেন, ‘আমরা কোভিডের মধ্যে এসবের কথা ভুলিনি। দিল্লিতে দাঙ্গা করে নর্দমায় দেহ ফেলে দিয়েছে। সব জানি। কাউকে এরা প্রতিবাদ করতে দেয় না। প্রতিবাদ করলেই মুখ বন্ধ করে দেয়।’ তারপর বর্তমান পরিস্থিতি নিয়েও বিজেপিকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সারাক্ষণ কমপ্লেন করছে। দিল্লি থেকে উসকানি দেওয়া হচ্ছে খালি। বলছে, রাজ্যে নাকি আইনশৃঙ্খলা নেই। সারাদিন ধরে দাঙ্গা, গুন্ডামি, আগুন লাগানোর কথা বলে। আর বলে কিনা রাজ্যে আইনশৃঙ্খলা নেই। বিজেপিকে একটা তুচ্ছ রাজনৈতিক দল বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। একুশের সমাবেশ মানেই শপথ নেওয়ার দিন। সেই ধারা বজায় রেখে এদিনও এই সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,’শপথ নিন, একুশের ভোটে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে বাংলায় বাংলার মানুষ শাসন করবে নিশ্চিত করুন। গুজরাট বাংলা শাসন করবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here