ডেটলাইন নিউজ ডেস্কঃ গোটা বিশ্ব যেন নিমেষে স্তব্ধ হয়ে গেছে। করোনা ভাইরাসের আতঙ্ক এতোটাই গ্রাস করেছে আমাদের যে বিশ্বের বিভিন্ন দেশের মতোই আমাদের দেশ, রাজ্য, শহর- গ্রাম সব কিছু যেন অচল হয়ে উঠেছে। স্বাভাবিক জনজীবন একেবারই ব্যাহত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী হিসেবে ঘোষণার সঙ্গে সঙ্গে কিছু সচেতনতামূলক নির্দেশিকা দিয়েছে। পৃথিবীর সব দেশই সেই নিয়ম মেনে চলছে। আমাদের রাজ্যেও সরকারী নির্দেশে সমস্ত স্কুল, কলেজ, বিভিন্ন অফিস প্রতিষ্ঠান, সিনেমা হল, আই সি ডি এস, শপিং মল বন্ধ রাখা হয়েছে। বড় ধরনের জমায়েতও এখন বন্ধ। তাই রাজনৈতিক সহ অন্যান্য বহু কর্মসূচী স্থগিত করা হয়েছে। দুর্গাপুরেও প্রশাসনের পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। চলছে সচেতনতামূলক প্রচারও। করোনা থেকে রক্ষা পেতে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যেমন- নিয়মিত হাত ধুতে হবে। টক দই, পাতিলেবু, কমলালেবু, খেতে হবে। এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ, সি, ই যুক্ত সবজী খেতে হবে। এগুলি সর্দি- কাশী সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে সেই সঙ্গে প্রচুর পরিমাণ জল খেতে হবে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...