ডেটলাইন কলকাতাঃ বাংলা তথা ভারতের কিংবদন্তী ফুটবলার প্রদীপ কুমার ব্যানার্জী শারীরিক অসুস্থতার কারনে ভর্তি হলেন হাসপাতালে। তাঁর দেহের ভারসাম্যের অভাব দেখা দিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ময়দানে পিকে নামেই তিনি সবার কাছে পরিচিত। নিজে যেমন ভালো ফুটবলার ছিলেন তেমনই কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইষ্টবেঙ্গলের কোচ হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন। তার অসুস্থতার খবর শুনে ক্রীড়া জগতের অনেকেই তার পরিবারের কাছে খোঁজ খবর নেন। পিকের পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন। অন্যদিকে একই দিনে ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলার বিশিষ্ট কবি শঙ্খ ঘোষকে। হাসপাতাল সূত্রে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারন্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সি কে মাইতির অধীনে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।শঙ্খবাবুর পারিবারিক সূত্রে জানা যায়,কয়েকদিন ধরেই সর্দিকাশিতে ভুগছিলেন ৮৭ বছর বয়স্ক এই কবি।