রাজ কাপুর কন্যা ঋতু নন্দা প্রয়াত

0
1111
Ritu Nanda.

ডেটলাইন ওয়েব ডেস্কঃ বলিউডে আবার শোকের ছায়া। প্রয়াত হলেন ভারতের কিংবদন্তী অভিনেতা রাজ কাপুরের কন্যা ঋতু নন্দা(৭১)। প্রায় সাত বছর ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। অবশেষে সোমবার গভীর রাতে নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রাজ কপুরের বড় মেয়ে হওয়া সত্ত্বেও তিনি কখনও গ্ল্যামার জগতে আসেননি। বরং ছোট থেকেই উদ্যোগপতি হওয়ার স্বপ্ন ছিল তাঁর। প্রাথমিকভাবে কিছু ব্যবসা করলেও পরবর্তী সময়ে জীবন বিমা সংস্থার মাধ্যমে তাঁর জীবনও বদলে যায়। একদিনে ১৭ হাজার বিমা করিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নামও তুলেছিল ঋতু নন্দার বানিজ্যিক সংস্থা। সফলতার কারনে একাধিক পুরস্কারও পেয়েছেন।রাজ কাপুরের বড় মেয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার। কারন, বচ্চন পরিবারের মেয়ে শ্বেতা বচ্চনের শাশুড়ি হন প্রয়াত ঋতু নন্দা। শোক জানিয়েছেন বলিউডের প্রায় সব তারকারাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here