অ্যাসিড হামলার ঘটনায় শীর্ষে বাংলা

0
1075

ডেটলাইন ওয়েব ডেস্কঃ দেশ জুড়ে চলা একাধিক বিতর্কের মধ্যেই মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত অ্যাসিড হামলা নিয়ে নির্মিত ছবি ‘ছপাক’। আর এই সময়েইন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) এক রিপোর্টে দেখা যাচ্ছে অ্যাসিড হামলার ঘটনায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৮ সালে এই রাজ্যের মেয়েরাই সবথেকে বেশি অ্যাসিড হামলার শিকার হয়েছে বলে জানানো হয়েছে ঐ রিপোর্টে। পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে দেশে ১২৬ টির মধ্যে পশ্চিমবঙ্গেই অ্যাসিড আক্রমণের ঘটনা ৫০টি। আক্রান্তের সংখ্যা ৫৩ জন। পশ্চিমবঙ্গের পরেই আছে উত্তর প্রদেশ। অ্যাসিড হামলার পাশাপাশি খুনের চেষ্টা ও বধূ-নির্যাতনের মামলাতেও প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৮ সালে এই রাজ্যে ১২ হাজারেরও বেশি মহিলাকে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। রিপোর্ট বলছে, বধূ-নির্যাতনের অভিযোগ জমা পড়েছে মোট ১৬,৯৫১টি। এক্ষেত্রেও বাংলার পরেই রয়েছে উত্তরপ্রদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here