ডেটলাইন দুর্গাপুরঃ কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। কিন্তু নানা প্রতিকূলতার কারনে সাধারন মানুষ নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারে না। আবার আর্থিক কারনের জন্যও অনেক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে অপারগ থাকে। মূলত তাদের কথা ভেবেই বিভিন্ন সময়ে একাধিক সমাজসেবী সংস্থা বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকে। এদিন দুর্গাপুরের শঙ্করপুরে এমনই একটি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল হিউম্যান রাইটস কাউন্সিলের দুর্গাপুর শাখা। কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় এই শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। শিবিরটির আয়োজনে সব ধরনের সহযোগিতা করে দুর্গাপুর পুরসভা কর্তৃপক্ষ। শুধু তাই নয়, শিবিরে উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহিত করেন মেয়র দিলীপ অগস্তি, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়,স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য রাখী তেওয়ারী সহ অন্যান্য আধিকারিকরা। ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে। শিবিরে শতাধিক মানুষ নানা শারিরীক অসুবিধা নিয়ে চিকিৎসকদের কাছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। হিউম্যান রাইটস কাউন্সিলের রাষ্ট্রীয় চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং জানান, সাধারন মানুষের পাশে থেকে সব সময় তারা সেবামূলক কর্মসূচী পালন করার উদ্যোগ নিয়ে থাকেন। এদিনের এই শিবিরটিও তাদের সংস্থার দুর্গাপুর শাখার সভাপতি মনোজ চক্রবর্তীর আন্তরিক প্রচেষ্টায় আয়োজন করা সম্ভব হয়েছে। এখানে হিউম্যান রাইটস এর পশ্চিম বর্ধমানের জেলা সেক্রেটারি সজল নন্দী সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।