লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রক্তদান এনটিএস থানায়

0
988

ডেটলাইন দুর্গাপুরঃ স্বেচ্ছা রক্তদানের প্রতি যে সাধারন মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে তার এক আদর্শ উদাহরন পাওয়া গেল দুর্গাপুর নিউ টাউন শীপ থানার উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় মানবতার জন্য আয়োজিত এক রক্তদান শিবিরে। এখানে লক্ষ্য মাত্রা ছিল ৫০ ইউনিট। সেখানে ৫২ ইউনিট রক্ত সংগ্রহ হওয়ায় খুশি উদ্যোক্তারা। এখানে দু জন মহিলাও রক্তদান করেছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের অতিরিক্ত মুখ্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সন্দীপ কারা,  মেয়র দিলীপ অগস্তি,মহকুমা শাসক অনির্বাণ কোলে,নিউ টাউন শীপ থানার আধিকারিক বিজন সমাদ্দার ও মুচিপাড়া ট্রাফিক ওসি  ইলাল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। শিবিরটির সহযোগিতায় ছিলেন জুলফিকার আনসারী,রজেশ পালিত, আয়ুব আনসারী,  রঞ্জন ব্যানার্জি ও সুপ্রতিম মজুমদার। রক্ত সংগ্রহ করেন ডাঃ আত্রেয়ী ব্যানার্জির নেতৃত্বাধীন দুর্গাপুর মহকুমা হাসপাতালের মেডিক্যাল টিম।

ডি ওয়াই এফ আইয়ের রক্তদান শিবিরঃ অন্যদিকে একই দিনে এবিএলেও একটি স্বেচ্ছা রক্তদানের শিবির আয়োজন করা হয়। বামপন্থি যুব সংগঠন ডি ওয়াই এফ আই-এর প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এই শিবিরের আয়োজন করেছিল সংগঠনের দুর্গাপুর পূর্ব ৩ নং লোকাল কমিটি। এই শিবিরে ২ জন মহিলা সহ মোট ৩২ জন রক্তদান করেছেন। শিবিরের সহযোগিতায় থাকা দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের তরফে জানা গেছে এই শিবিরে ১১জন এবারই প্রথম রক্তদান করেছেন। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেছে। ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ সকল রক্ত দাতাকে ধন্যবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here