ডেটলাইন কোলকাতাঃ এ রাজ্যে নতুন একটি কয়লা খাদান গড়ে তোলা হবে। আর সেই প্রকল্পে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ হবে। প্রকল্পটি গড়ে উঠবে বীরভূমের পাঁচামিতে। আজ নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খাদান তৈরির প্রকল্পের কথা জানান মুক্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, দেউচা–পাঁচামিতে কয়লা ব্লক তৈরি করতে মোট ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে হবে। কাজ শেষে এর পরিমাণ বেড়ে যেতে পারে বলেও মনে করছেন তিনি। পাঁচ বছর পর থেকেই শুরু হবে কয়লা উত্তোলনের কাজ। দেউচা–পাঁচামির কয়লা খাদান তৈরি হলে লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি। বীরভূমের দেউচা–পাঁচামি এলাকায় ১১ টি মৌজা এলাকায় প্রায় ১১,২২২.৫ একর জমি জুড়ে তৈরি হবে এই কয়লা খাদান। ওই খাদান থেকে উত্তোলন করা যাবে ২১০২ মিলিয়ন মেট্রিক টন কয়লা যা আগামী ১০০ বছরের কয়লার চাহিদা মিটিয়ে দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।