স্ট্রেচারেই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য

0
796

ডেটলাইন কলকাতাঃ অ্যাম্বুলেন্সে স্ট্রেচারে শুয়েই আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে পাম অ্যাভিনিউয়ে নিজের বাড়িতে ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার নিউমোনিয়া নিয়ে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৭৫ বছরের বুদ্ধবাবুকে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় একাধিক পদক্ষেপ নেন চিকিৎসকরা। ৮ জনের একটি মেডিক্যাল বোর্ড তৈরি করে চিকিৎসা চলছিল। তাঁকে বাইপ্যাপ দেওয়া হচ্ছিল। শ্বাসকষ্ট হওয়ায় দেওয়া হচ্ছিল অক্সিজেনও। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকে। ওঠানামা করতে থাকে  তাঁর রক্তচাপও। স্বাভাবিক ভাবেই তাঁর পরিবারের মধ্যে উদ্বেগ বাড়ছিল। অবশেষে রবিবার তাঁর শারিরীক অবস্থার অনেকটাই উন্নতি হতেই তিনি আর হাসপাতালে থাকতে চাইছিলেন না। চিকিৎসকদের  তিনি জানান,হাসপাতালে নয় বাড়িতেই চিকিৎসা করাতে চান। সেই মতোই আজ প্রবীন এই সিপিএম নেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here