বিরাট কোহলিদের হেড কোচের ইন্টারভিউ

0
1256

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের পরাজয়ের পর থেকেই টিম ইন্ডিয়ার কোচ বদলের আওয়াজ উঠেছিল। রবি শাস্ত্রীকে আর রাখা হবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে আগামী শুক্রবার এই পদের জন্য প্রার্থী বাছাই করা হতে চলেছে। জানা গেছে,বিসিসিআই মোট ৬জনকে ইন্টারভিউয়ের  জন্য ডেকেছে। এই ৬ জন হলেন  মাইকহেসন, টম মুডি, ফিল সিমনস, রবীন সিং, লালচাঁদরাজপুত এবং বর্তমান ভারতীয় দলের হেড  কোচ রবিশাস্ত্রী। বোর্ড সূত্রের খবর,  হেড কোচ,  ব্যাটিং কোচ,বোলিং কোচ এবং ফিল্ডিং কোচ, এই চার পদের জন্যপ্রায় ২ হাজার আবেদনপত্র জমা পড়েছিল। তার  মধ্যেঝাড়াই-বাছাই  করেই ৬  জনকে হেড কোচ পদের  জন্যইন্টারভিউ  দিতে  ডাকা হয়েছে। ইন্টারভিউতে ৬  জনকেডাকা  হলেও লড়াইয়ে অন্যদের  তুলনায় খানিকটা  হলেওএগিয়ে আছেন টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রবিশাস্ত্রী। শেষ পর্যন্ত তিনিই নির্বাচিত হবেন এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিরাট কোহলি তাঁর পক্ষে সওয়ালকরেছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here