ডেটলাইন দুর্গাপুরঃ আবার ব্রেনডেথ আবার অঙ্গদান। অন্য রাজ্যের পাশাপাশি এই রাজ্যে যে অঙ্গদানের ক্ষেত্রে সচেতনতা তার আরও এক প্রমান পাওয়া গেল। এবার এই মানবিক উদারতা দেখালেন রাণীগঞ্জের বল্লভপুরের বাসিন্দা সোমনাথ ঘোষ এবং তাঁর স্ত্রী চন্দনা ঘোষ। ঘটনা হল-তাদের পুত্র ১৯ বছরের সৌরনীল ঘোষ তামিলনাড়ুতে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়তে গিয়েছিল। সম্প্রতি সেখানে এক পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ডাক্তাররা ব্রেনডেথ ঘোষণা করেন। এই অবস্থায় প্রবল শোকের মধ্যেও বাবা সোমনাথ ঘোষ এবং মা চন্দনা ঘোষ পুত্রের অর্গান ডোনেশন করার ক্ষেত্রে রাজি হন। ছেলের অঙ্গ আরও অনেকের মধ্যে বেঁচে থাকুক সেটাই চান তারা। দুর্গাপুর থেকে ঘোষ পরিবারের পাশে রয়েছেন তাদের বন্ধু ও অনভব – দুর্গাপুরের এর কার্যকরী কমিটি সদস্য কৌশিক শ্যাম রায়। এই মহতী উদ্যোগে সামিল হবার জন্য ঘোষ পরিবারের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। জানা গেছে চেন্নাই ফর্টিস থেকে টীম ভেলোর পৌছে গেছে। সৌরনীলের হার্ট,কিডনি, লিভার ও চোখদান করা হয়েছে।