মত বদল,দিল্লি যাচ্ছেন না মমতা

0
842

ডেটলাইন কলকাতাঃ যেতে পারি কিন্তু কেন যাব……। না যাবার কারন জানিয়ে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়া শেষ পর্যন্ত বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক ট্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আমি নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাচ্ছি। শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র আমি পেয়েছি। সাংবিধানিক সৌজন্যের খাতিরেই এই অনুষ্ঠানে থাকব ভেবেছিলাম। কিন্তু কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ৫৪ জন ব্যক্তি। এই ঘটনা সত্য নয়। এখানে কেউ রাজনৈতিক হিংসার বলি হননি। মৃত্যুর ঘটনা যদি ঘটে থাকে তা ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিবাদ বা অন্যান্য কারণে ঘটেছে। এর সঙ্গে রাজনৈতিক হিংসার কোনও সম্পর্ক নেই। এরকম কোনও তথ্যও রাজ্য সরকারের কাছে নেই। তাই আমি দুঃখিত, মোদিজি। এই শপথগ্রহণ অনুষ্ঠানে আমি থাকতে পারছি না। উল্লেখ্য রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলায় তৃণমূলের হাতে খুন হওয়া ৫৬ জন বিজেপি কর্মীর পরিজনদের। দাড়িভিট থেকে পুরুলিয়া, নিহত প্রতিটি বিজেপি কর্মীর পরিবার হাজির থাকবেন ওই অনুষ্ঠানে। এই পরিস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠানে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হতে পারে বলে অনুমান করে অনুষ্ঠানে যোগদানের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।  তিনি বলেছেন,এই অনুষ্ঠান আসলে গণতন্ত্রের উৎসব। কিন্তু অনুষ্ঠানকে ঘিরে যদি কোনও রাজনৈতিক দল নিজেদের আখের গোছানোর চেষ্টা করে, তাহলে তা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here