শুভ্রাংশু বিজেপিতে,একাধিক তৃণমূল পুরসভায় ভাঙন

0
799

ডেটলাইন কলকাতাঃ অবশেষে মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন বীজপুরের বিধায়ক মুকুলপুত্র শুভ্রাংশু রায়। তাঁর পাশাপাশি বিজেপিতে যোগ দিলেন আরও দুই বিধায়ক। যাঁদের মধ্যে একজন বাম শিবির থেকে যোগদিলেন বিজেপিতে। দল বদলের এই তালিকায় রয়েছেন হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য।এছাড়াও লাইন দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, কাঁচড়াপাড়া পুরসভার ১৭ জন কাউন্সিলর। নৈহাটি পুরসভার ২৯ জন কাউন্সিলর হালিশহরের ১৭ কাউন্সিলরও এদিন যোগ দেন বিজেপিতে। ভাটপাড়ার ২৩ জন কাউন্সিলরও রয়েছে বিজেপির হাতে। দিল্লিতে সদর দপ্তরে বসে বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, নৈহাটি, কাঁচড়াপাড়া, হালিশহর ও ভাটপাড়া পুরসভা ইতিমধ্যেই বিজেপির দখলে চলে এসেছে। এছাড়া খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতিও যোগ দিলেনবিজেপিতে। লোকসভা নির্বাচনের এক্সিট পোলে আভাস মিলেছিল আসতে চলেছে গেরুয়া ঝড়৷ ফলপ্রকাশের পরেও বাস্তবে পরিণত হয়েছে তা। উত্তর ২৪ পরগনায় ফুটেছে পদ্ম৷ ঘাসফুল শিবিরে চূড়ান্ত ভরাডুবি। এই পরিস্থিতিতে দলের বিরুদ্ধে গিয়ে মুখ খুলে রাজনৈতিক মহলে চাপানউতোর তৈরি করেছিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়৷ দলবিরোধী কাজের জন্য তৃণমূল তাকে নির্বাসিতও করে। রাজনীতিকরা আন্দাজকরেছিলেন এবার বাবার পথেই গেরুয়া শিবিরে যোগ দিতে দেবেন শুভ্রাংশু। সেটাই এবার বাস্তব হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here