শেষ দফায় আরও কড়া কমিশন,নজর ক্লাবগুলিতে

0
786

ডেটলাইন কলকাতাঃ এক দুই তিন করে অবশেষে এবারের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট নেওয়া হবে ১৯ মে। শেষ দফার ভোট হচ্ছে এরাজ্যের মোট ৯টি কেন্দ্রে। এগুলি হল- দমদম, বারাসত, বসিরহাট, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার ও যাদবপুর লোকসভা কেন্দ্রে। এই নয়টি আসনের ভোটগ্রহনকে কেন্দ্র করে রীতিমতো কড়া প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোট চলাকালীন কোথাও কোন জমায়েত দেখলেই তাদের হটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে এবার ভোটের দিন বুথের কাছে কোন ক্লাব খোলা রাখা যাবে না। প্রসঙ্গত আগের কয়েকটি দফার নির্বাচনে একাধিক এলাকায় স্থানীয় ক্লাবে দুষ্কৃতিরা জমায়েত হয়ে ঝামেলা পাকিয়েছে বলে অভিযোগ এসেছে কমিশনের কাছে। তাই সেই পরিস্থিতি যাতে শেষ দফায় কোথাও না হয় তার জন্যই এই নয়া নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়াও ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারে মধ্যে কোনও ভাবেই পাঁচ জনের বেশি থাকতে পারবে না। কোনও জায়গায় কোনও গোলমালের খবর এলে পাঁচ মিনিটের মধ্যে কুইক রেসপন্স টিম তথা কিউআরটিকে সেই ঘটনাস্থলে পৌঁছতে হবে। রাস্তা চিনতে যাতে অসুবিধে না হয়, সেই জন্য কিউআরটিতে এক জন করে পুলিশ কর্মী রাখা হয়েছে। জানা গেছে,১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে কলকাতা ও বিধাননগরেরভোটগ্রহণ কেন্দ্র সংলগ্ন সব ক’টি ক্লাব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here