ফণী’র জেরে প্রচারসূচীর পরিবর্তন মমতার

0
825

ডেটলাইন ওয়েব ডেস্কঃ আলিপুর আবহাওয়া দপ্তরের খবরে জানা গেছে, শক্তি বাড়িয়ে উড়িষ্যার দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে উদ্ভুত ঘূর্ণিঝড় ফণী। শুক্রবারের মধ্যে সেটি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে উড়িষ্যা উপকূল তটে আছড়ে পড়তে পারে। স্থলভূমিতে ঢোকার সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭০ থেকে ২০০ কিলোমিটার। যদিও  ফনীর শক্তিবৃদ্ধি আগেই শুরু হয়ে যাচ্ছে। খুব অল্প সময়ের  মধ্যেই শক্তি বাড়িয়ে অতি ভারী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ফণী। পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচার কর্মসূচিতে রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, হেলিকপ্টারের বদলে সড়ক পথেই বেশিরভাগ নির্বাচনী সভাস্থলে যাবেন তিনি৷ ষষ্ঠ দফার নির্বাচন হবে যে লোকসভা কেন্দ্রগুলিতে, শীঘ্রই সেখানে প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্যও তিনি প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here