ইডেনে সৌরভ বনাম শাহরুখের বদলার লড়াই

0
1016

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ভোট বাজারেও জমজমাট আইপিএল। প্রায় প্রতিটি ম্যাচেই শেষ ওভার পর্যন্ত উত্তেজনার পারদ চড়ছে। গতকালই যেমন দেখা গেল চেন্নাই বনাম রাজস্থানের খেলায়। তার আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রায় একই ছবি দেখা গিয়েছিল কলকাতা বনাম দিল্লির খেলায়। সেই ম্যাচ টাই হওয়ায় শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হয়। দিল্লির কাছে প্রথম ম্যাচে হেরেছে নাইট রাইডার্স। সেই ম্যাচেও রাসেল ঝড় উঠেছিল। কিন্তু সুপার ওভারে রাবাদার দুর্দান্ত ইয়র্কারে ম্যাচ জিতে নেয় দিল্লি। ইডেনে বদলার ম্যাচে নাইটরা কি করে সেটাই আজ দেখার। আজ ঘরের মাঠ ইডেনে তাই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফিরতি ম্যাচ নাইটদের কাছে বদলার ম্যাচ হিসেবেই দেখছেন কার্তিকরা। দিল্লিতে আগের ম্যাচ হেরে গেলেও আজকের ম্যাচ নিয়ে কিছুটা হলেও স্বস্তিবোধ করতে পারেন কেকেআর সমর্থকরা। কারন, ইডেন এখনও পর্যন্ত দু’দলের মোট ৮ বারের সাক্ষাতে ৭ বারই জয় পেয়েছে শাহরুখের দল অর্থাৎ কেকেআর। এই ম্যাচের আরও একটা বিষয় হল, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের পর আইপিএলের তৃতীয়  ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে আজ ১০০ তম ম্যাচ জয়ের হাতছানি রয়েছে নাইটদের সামনে। আরও একটা অদ্ভুত ছবি দেখতে হবে বাংলার দর্শকদের। সেটা হল মাঠে উপস্থিত থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তিনি তো দিল্লির মেন্টর। তাই তিনি আজ কলকাতাকে হারানোর জন্য পরামর্শ দেবেন দিল্লির ক্রিকেটারদের। আইপিএলের দৌলতে এমনটাও দেখতে হচ্ছে বাংলার ক্রিকেটপ্রেমীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here