ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ টেস্ট ও একদিনের সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নেমেই লজ্জার পরাজয় ঘটল ভারতের। যে ওয়েলিংটনে ওডিআই সিরিজ শেষ করেছিল সেখান থেকেই টি২০ সিরিজ শুরু করেছে ভারত-নিউজিল্যান্ড। শেষ দুটো ওডিআই সিরিজের মতো টি২০ সিরিজেও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। কিন্তু টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ৮০ রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল রোহিত শর্মার ভারত। আজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্টের অনবদ্য ৪৩ বলে ৮৪ রানের সৌজন্যে ২১৯ রানের স্কোর করে নিউজিল্যান্ড। তাদের হয়ে কলিন মুনরো ৩৪, কেন উইলিয়ামসন ৩৪ এবং রস টেলর ২৩ রান করেন। হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, ক্রুনাল পান্ডিয়া ও যজুবেন্দ্র চাহল। ২২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে শিখর ধাওয়ান ২৯ ও বিজয় শঙ্কর ২৭ ছাড়া কেউ সেভাবে দাঁড়াতেই পারেননি। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি করেন ৩৯ রান। ইনিংসে ৪ বল বাকি থাকতেই ১৩৯ রানে অল আউট হয়ে যায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৩টি উইকেট নেন। ফার্গুসন, স্যান্টনার ও ইশ সোধি ২টি করে উইকেট নেন।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...