ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যের জাতীয় সড়ক ও বিভিন্ন রাজ্য সড়কে দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় ২০১৬-র জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ স্লোগানটির প্রচলন করার মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতিরোধের জন্য পুলিশ বিভাগকে বিশেষ উদ্যোগী হতে পরামর্শ দেন। তারপর থেকেই সারা রাজ্যে নিয়মিতভাবেই এই কর্মসূচী পালিত হয়ে আসছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংস্থাও এই কাজে এগিয়ে এসেছে। ব্যতিক্রম নয় দুর্গাপুরও। রাস্তায় গাড়ির ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছেন তারা। এছাড়া সাধারণ মানুষকে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ব্যবহার ও ফুটপাত দিয়ে হাঁটতে উৎসাহিত করা হচ্ছে। উল্টো পথে গাড়ি চালানো, নিয়ম অমান্য করে পথচারী চলাচল করায় পথচারী ও চালকদের সতর্ক করা এবং বাইকচালক ও যাত্রীদের হেলমেট ছাড়া মোটর সাইকেল চলতে দেওয়া হচ্ছে না। এসবই চলছে নিয়মিত।
তারই অঙ্গ হিসেবে এবার ছাত্রছাত্রীদের মধ্যেও ট্রাফিক সচেতনতা গড়ে তোলার উপর বিশেষ জোর দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক গার্ড। দুর্গাপুরের রায়ডাঙা প্রাথমিক স্কুলে এনিয়ে এক বিশেষ কর্মসূচীর মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের নানাভাবে ট্রাফিক আইন সর্ম্পকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন-কানুন ও রাস্তায় চলাচলের নিয়ম-কানুন সর্ম্পকে এখানে আলোচনা করেন ট্রাফিক আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুচিপাড়া ট্রাফিক ওসি হরিশঙ্কর যাদব,ট্রাফিক ইন্সপেক্টর,দুর্গাপুর রামপ্রবেশ সিং প্রমূখ।