ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল বিরাটবাহিনী। পর পর দুটি একদিনের ম্যাচেই পরাজিত হল নিউজিল্যান্ড। এদিন ভারতের ৩২৪ টার্গেটের সামনে নিউজিল্যান্ড কোন লড়াই করতে পারেনি। মাত্র ২৩৪ রানে অলআউট হয়ে যায় তারা। তাদের হয়ে কিছুটা লড়াই করেছেন ব্রেসওয়েল। তিনি ৫৭ রান করেন। বাকিরা প্রায় দাঁড়াতেই পারেননি ভারতীয় বোলারদের সামনে। ফলে ভারত ৯০ রানের বিরাট ব্যবধানে জিতে যায়। বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখান কুলদীপ যাদব। তিনি ৪টি উইকেট নেন। এছাড়া ভুবনেশ্বর ও চাহল ২টি করে এবং কেদার যাদব ও মহম্মদ শামি ১টি করে উইকেট নেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ধাওয়ান আউট হন ৬৬ রানে। রোহিত করেন সর্বাধিক ৮৭। কোহলি ৪৩ রানে আউট হন। রায়াডু মাত্র ৩ রানের জন্য অর্ধ শতরান থেকে বঞ্চিত হন। এই ম্যাচেও দেখা গেল ধোনি ধামাকা। তিনি মাত্র ৩৩ বলে ৪৮ রান করেন। কেদার যাদব ১০ বলে করেন ২২ রান। মূলত এদের ব্যাটিং দাপটের জোরেই ভারত ৩০০ রান পার করতে পারে।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...