ডেটলাইন বীরভূমঃ আজ ভোরের দিকে বীরভূমের দুবরাজপুর থানার গোপালপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছে আরও ৬ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্ধমানের আউশগ্রাম থেকে লরিতে করে ধান বোঝাই করতে সিউড়ি আসছিলেন একদল শ্রমিক। ফাঁকা লরিতে আসার সময় কিছুটা ক্লান্তি কাটাতে তারা চোখ বন্ধ করেছিলেন। আচমকাই এক ঝাঁকুনি। বিকট শব্দ। মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক থেকে আসা মাল বোঝাই লরির সঙ্গে। দুই লরির মুখোমুখি প্রচন্ড ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ শ্রমিকের। পরে আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে বর্ধমান জেলার আউসগ্রাম থেকে একটি লরি ১২ জন শ্রমিককে নিয়ে সিউড়ির উদ্দেশে ধান বোঝাই করতে আসছিল। অপরদিক থেকে অন্য একটি চাল বোঝাই লরি জয়দেবের দিকে যাচ্ছিল। দুবরাজপুর থানার গোপালপুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ উদ্যোগে আহতদের উদ্ধার করে প্রথমে দুবরাজপুর এবং পরে তাঁদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের নাম শান্তি শেখ, শাহমানিক শেখ, সামু শেখ, নুরুল শেখ, অনামত শেখ এবং মহম্মদ মোল্লা। মৃতরা প্রত্যেকে বর্ধমানের আউস গ্রামের বেলেডাঙা গ্রামের বাসিন্দা।