২১ শে পা তৃণমূলের,রাজ্যবাসীকে শুভেচ্ছা মমতার

0
822

ডেটলাইন কলকাতাঃ ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। দেখতে দেখতে ২১ বছরে পদার্পণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই দল। আজ দলের জন্মদিন তথা দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সাবালকত্বের দোড়গোড়ায় দাঁড়িয়ে দলের পক্ষ থেকে মা-মাটি-মানুষকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে চলবে। একইসঙ্গে তিনি দলের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, যে কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে বছরভর  দলের কাজ করে যান, তাদের আমি জানাই অভিনন্দন। আপনাদের অবদান ছাড়া আজ তৃণমূল এই জায়গায় এসে পৌঁছত না। টুইট বার্তায় মুখ্মন্ত্রী আরও বলেছেন,লড়াই, সংগ্রামের মধ্যে দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল ১৯৯৮ সালের ১ জানুয়ারি তা এখনও থামেনি। মানুষের জন্য এখনও লড়াই চালিয়ে যেতে হবে। আমরা মা–মাটি–মানুষকে ধন্যবাদ জানাই। ক্রমাগত সমর্থন করার জন্য। আর যে কর্মীরা সারা বছর ৩৬৫ দিন কঠিন পরিশ্রম করে যান মানুষের জন্য তাঁদেরকে জানাই স্যালুট।’‌ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সারা রাজ্যেই এদিন নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here