ডেটলাইন কলকাতাঃ ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। দেখতে দেখতে ২১ বছরে পদার্পণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই দল। আজ দলের জন্মদিন তথা দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সাবালকত্বের দোড়গোড়ায় দাঁড়িয়ে দলের পক্ষ থেকে মা-মাটি-মানুষকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে চলবে। একইসঙ্গে তিনি দলের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, যে কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে বছরভর দলের কাজ করে যান, তাদের আমি জানাই অভিনন্দন। আপনাদের অবদান ছাড়া আজ তৃণমূল এই জায়গায় এসে পৌঁছত না। টুইট বার্তায় মুখ্মন্ত্রী আরও বলেছেন,লড়াই, সংগ্রামের মধ্যে দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল ১৯৯৮ সালের ১ জানুয়ারি তা এখনও থামেনি। মানুষের জন্য এখনও লড়াই চালিয়ে যেতে হবে। আমরা মা–মাটি–মানুষকে ধন্যবাদ জানাই। ক্রমাগত সমর্থন করার জন্য। আর যে কর্মীরা সারা বছর ৩৬৫ দিন কঠিন পরিশ্রম করে যান মানুষের জন্য তাঁদেরকে জানাই স্যালুট।’ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সারা রাজ্যেই এদিন নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














