ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ জমে উঠল ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ অর্থাৎ বক্সিং ডে টেস্ট। প্রথম ইনিংসে ভারত ৭ উইকেটে ৪৪৩ রান তুলে ডিক্লেয়ার করার পর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১৫১ রানে শেষ হয়ে যায়। সৌজন্যে ভারতের পেস বোলার বুমরাহ। হ্যাঁ,মাত্র ৩৩ রানে ৬ উইকেট তুলে নিয়ে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন নায়ক হয়ে উঠেছেন জশপ্রিত বুমরাহ। কিন্তু ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হতেই বুমরাহের জবাব দেওয়া শুরু করেন অজি বোলার প্যাট কামিনস। তার দুর্দান্ত বোলিং দাপটে ভারতের দ্বিতীয় ইনিংস দাঁড়িয়ে ৫ উইকেটে ৫৪। শুরুতেই ধস নামালেন তিনি। ৬ ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নিলেন চার-চারটে উইকেট। তাঁর বিধ্বংসী স্পেলেই প্যাভিলিয়নে ফিরতে হয় হনুমা বিহারী, বিরাট কোহলি (০), চেতেশ্বর পূজারা (০) এবং অজিঙ্ক রাহানেকে (১)। প্রথম ইনিংসে যে দুই তারকা ভারতকে পাহাড় প্রমাণ রানে পৌঁছে দিয়েছিলেন, এদিন সেই কোহলি ও পূজারাকে শূন্যহাতেই ফেরালেন কামিনস। ব্যর্থ রোহিত শর্মাও (৫)। তবে ময়ঙ্ক আগরওয়াল দ্বিতীয় ইনিংসেও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। ২৮ রানে অপরাজিত তিনি। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। সব মিলিয়ে তৃতীয় দিনের শেষে মেলবোর্ন টেস্টে ভারতই সুবিধাজনক জায়গায় রয়েছে। এখন পুরোটাই নির্ভর করছে ইশান্ত-জাদেজা-বুমরাহদের উপর। মেলবোর্নে দুরন্ত বোলিংয়ের সুবাদে প্রায় চার দশকের পুরনো এক রেকর্ড ভেঙে দিয়েছেন বুমরাহ৷ চলতি বছর জানুয়ারিতে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর থেকে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত ৪৫টি উইকেট নিলেন বুমরাহ৷ অভিষেক বছরে সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব এখন তাঁর দখলে৷ এতদিন এই রেকর্ড ছিল দিলীপ দোশির৷ ১৯৭৯ সালে ১০টি টেস্টে ৪০টি উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি স্পিনার৷ মেলবোর্ন টেস্টের আগে ৮টি টেস্টে ৩৯টি উইকেট নিয়েছিলেন বুমরাহ৷ অর্থাৎ ন’নম্বর টেস্টেই দোশিকে টপকে গেলেন জসপ্রীত৷ পাশাপাশি এই নিয়ে তিনবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন ভারতের এই ডানহাতি পেসার৷
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...