ডার্বি জিতল ইস্টবেঙ্গল

0
966

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ গত ৩৩ মাসে  ডার্বিতে মোহন বাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। বিশেষত, নবসাজে সজ্জিত যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বিতে গত এক বছরে মোহন বাগান অপরাজিত ছিল।  অবশেষে এবারের আই লিগে রবিবাসরীয় ডার্বিতে সবুজ মেরুনের সেই রেকর্ড ভেঙে গেল। আজ যুবভারতীতে উত্তেজনাময় ডার্বিতে ইস্টবেঙ্গল ৩-২ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে। ইস্টবেঙ্গলের হয়ে দু’টি গোল করেন লালডানমাইয়া ও ১ টি গোল করেন জবি জস্টিন। মোহনবাগানের হয়ে আজহারউদ্দিন ও ডিপান্ডা ১টি করে গোল করেন।

এই ডার্বির আগে এবারের আই লিগে ৬টা ম্যাচ খেলে ইস্টবেঙ্গল তিনটি করে ম্যাচে জিতে এবং হেরে এখন ৯ পয়েন্ট পেয়ে লিগ টেবলে ষষ্ঠস্থানে আর মোহন বাগান আরও দু’ধাপ নীচে আট নম্বরে রয়েছে দুটি ম্যাচে জিতে এবং তিনটি ড্র ও একটি হারের সুবাদে।  আজকের ম্যাচ হেরে ৭ ম্যাচে  ৯ পয়েন্টেই রইল মোহনবাগান। ইস্টবেঙ্গলের হল ৭ ম্যাচে ১২ পয়েন্ট। কিন্তু তাতেও এবারের আই লিগে দুই প্রধানের কোন আশা নেই। সাতটা ম্যাচে ১৭ পয়েন্ট  তুলে এই মুহূর্তে আই লিগে শীর্ষে রয়েছে চেন্নাই সিটি এফসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here