ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া সফরে গিয়ে চার টেস্টের প্রথমটি জিতে নিল ভারত। আজ খেলার শেষ দিনে ৩১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাডিলেড টেস্ট জিতল ভারত। এদিন অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি নেন রবিচন্দ্রন অশ্বিন। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন তিনি। তিনটে করে উইকেট পেয়েছেন মহম্মদ সামি এবং বুমরা। প্রথম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার সামনে ৩২৩ রানের লক্ষ্যমাত্রা ছিল। ৪ উইকেটে ১০৪ রান নিয়ে পঞ্চম তথা শেষ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য আরো ২১৯ রান প্রয়োজন ছিল। কিন্তু ২৯১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। উল্লেখ্য,অ্যাডিলেডে চতুর্থ ইনিংসে ২০০’র বেশি রান তাড়া করে একবারই জিতেছিল অস্ট্রেলিয়া। সেটা ১৯০২ সালে। এদিন এই টেস্ট জয়ের সঙ্গেই একটি রেকর্ড হল। এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্ট জিতল ভারত। এর আগে একবারই সিরিজে এগোতে পেরেছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় দল ২০০৩-০৪ মরশুমে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। সেই সিরিজ অমীমাংসিত ভাবেই শেষ হয়েছিল। এবার চার টেস্টের এই সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ তে। এর আগে ভারত অজিদের ঘরের মাঠে শেষবার টেস্ট জিতেছিল ২০০৮ সালে। অনিল কুম্বলের অধিনায়কত্বে পার্থে ৭২ রানে জেতে ভারত। বিরাটের সামনে এবার বিষেণ সিং বেদীর রেকর্ড। ১৯৭৭-৭৮ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে দু’টি টেস্ট ম্যাচ জিতেছিল ভারতীয় দল। এখন দেখার বিরাট কোহলির দল সেই রেকর্ড ছুঁতে বা ভাঙতে পারে কি না।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...