ডেটলাইন পুরুলিয়াঃ গতকাল থেকে ৫ দিনের দক্ষিণবঙ্গ সফরে বের হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন ঝাড়গ্রামের পর আজ দুপুর আড়াইটে নাগাদ পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। এখানকার কনফারেন্স হলে বৈঠক করেন তিনি। বৈঠকে জঙ্গলমহলের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা অযোধ্যা পাহাড়ের পর্যটনে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। এখানে ছিলেন সাংসদ ও পুরুলিয়া জেলায় শাসকদলের পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন একাধিক দফতরের সচিব, পুলিশ কর্তারা-সহ পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো, অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু ও পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর দু’দিনের সফর। প্রশাসনিক বৈঠক ছাড়াও বুধবার বলরামপুরে দলীয় জনসভায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। এদিন হিন্দিভাষীদের একটি জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর কাছে জেলার পর্যটন, হাসপাতাল, পরিত্যক্ত বিমানবন্দর চালু-সহ একাধিক দাবি পেশ করেন পুরুলিয়ার হিন্দিভাষী বাসিন্দারা। বুধবার পুরুলিয়া সফর সেরে বাঁকুড়া যাবেন মুখ্যমন্ত্রী।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...