ব্রিটিশদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের প্রমিলা বাহিনীর

0
951

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত শুরু করেও শেষ রক্ষা করতে পারলেন না স্মৃতি মান্দানা-হরমনপ্রিতরা। আজ ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় ব্রিটিশদের কাছে সেমিফাইনালে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতীয় দল। গতবছর সীমিত ওভারের বিশ্বকাপের ফাইনালেও একই ঘটনা ঘটেছিল। এদিন তার বদলা নেওয়ারও সুযোগ ছিল। কিন্তু ব্রিটিশদের কাছে রীতিমতো আত্মসমর্পণ করে বসল হরমনপ্রিত অ্যান্ড কোং। প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় ভারতীয়রা। জবাবে ১৭.১ ওভারে ২ উইকেট খুইয়ে জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড। গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকা ভারত সেমিফাইনালে সব বিভাগেই ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেল ভারত। অন্য সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। ফাইনালে মুখোমুখি হল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ভারতের এই পরাজয় নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। প্রথমত ফর্মে থাকা অভিজ্ঞ খেলোয়াড় মিতালি রাজকে কেন এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলে রাখা হল না। আর দ্বিতীয়ত উপমহাদেশের মাঠে কিভাবে ভারতীয় ব্যাটসম্যানরা বৃটিশ স্পিন বোলিংয়ে এভাবে চূড়ান্ত ব্যর্থ হলেন। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন স্মৃতি মান্দানা (৩৩)। অধিনায়ক হরমনপ্রিত কৌর করেন মাত্র ১২ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here