ডেটলাইন ওয়েব ডেস্কঃ মাওবাদীদের হামলায় মৃত্যু হল দূরদর্শনের এক ক্যামেরাম্যানের। মৃত্যু হয়েছে দুই পুলিশকর্মীরও। আজ সকালে ঘটনাটি ঘটেছে মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়ায় আরানপুর জঙ্গল এলাকায়। নিহত ক্যামেরাম্যানের নাম অচ্যুতানন্দ সাহু। উল্লেখ্য,চারদিন আগেই ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের হামলায় চার সিআরপিএফ জওয়ানের মৃত্যু ঘটে। আহত হন দু’জন। তারপরই ফের আবার মাওবাদী হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে ছত্তিশগড়। ছত্তিশগড়ে ১২ ও ২০ নভেম্বর ভোট রয়েছে। রাজ্যের সর্বত্র জোর কদমে চলছে ভোট প্রচার। তার মধ্যেই এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ফেলে দিয়েছে। জানা গেছে, ভোটের আগে খবর সংগ্রহ করতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে ঐ এলাকায় গিয়েছিলেন দূরদর্শনের সাংবাদিক এবং অচ্যুতানন্দ সাহু নামে ঐ ক্যামেরাম্যান। ছত্তিশগড়ের ডিআইজি পি সুন্দররাজ সাংবাদিকদের জানিয়েছেন, আরণপুরে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা হামলা চালায় লুকিয়ে থাকা মাওবাদী জঙ্গিরা। হামলায় শহীদ হন পুলিশের এসআই রুদ্রপ্রতাপ এবং অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল মঙ্গালু। জখম হন দিল্লির ক্যামেরাম্যান অচ্যুতানন্দ এবং আরও দুজন নিরাপত্তাকর্মী। হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় অচ্যুতানন্দের।