ডেটলাইন বর্ধমানঃ এতো সতর্কতা এবং একাধিক দুর্ঘটনার পরও যে বিপদজনকভাবে সেলফি তোলার নেশা কাটছে না তার আরও এক প্রমান মিলল পূর্ব বর্ধমানের গুসকরায় ঘটে যাওয়া ঘটনায়। ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল বিশ্বজিৎ মিদ্যা নামে এক কিশোরের। জানা গেছে,ঝাড়খন্ডের বাসিন্দা বিশ্বজিৎ থাকত বুদবুদে তার মামার বাড়িতে। কদিন আগেই সে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে গুসকরাতে তার দিদির বাড়িতে গিয়েছিল। শুক্রবার বিকেলে সেখানে রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। সেসময় আপ লাইনে শান্তিনিকেতন এক্সপ্রেস আসছিল তখন সে ডাউনলাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গেলে ওই লাইনে আসা একটি মাল গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা প্রথমে তাঁকে গুসকরা হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। আজ সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত উল্লেখ্য,এক পরিসংখ্যানে প্রকাশ করা হয়েছে যে আমাদের দেশে ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বিপদজনক অবস্থায় সেলফি তুলতে গিয়ে প্রায় ২৬০ জনের মৃত্যু হয়েছে।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














