ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

0
1027

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ রাজকোটে প্রথম টেস্টের পর হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্টেও সফররত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল ভারত। প্রথম ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তোলে ৩৬৭ রান। তৃতীয় দিনের শুরুতে ধস নামে ভারতের ইনিংসেও। মাত্র ৫৩ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন ভারতের শেষ পাঁচজন ব্যাটসম্যান। প্রথম ইনিংসের নিরিখে টিম ইন্ডিয়া লিড পায় ৫৬ রানে। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং করেন উমেশ যাদব। তিনি দখল করেন ৪ টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ১০ উইকেট। দ্বিতীয় টেস্টে ভারতের জয় এল ১০ উইকেটে। এই জয়ের ফলে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল। খেলার সংক্ষিপ্ত স্কোরঃ ওয়েস্ট ইন্ডিজ-৩১১ ও ১২৭। ভারত-৩৬৭ ও ৭৫।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here