ডেটলাইন কলকাতাঃ বুধবার সকাল পৌনে আটটা নাগাদ কলকাতা মেডিকেল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেডিকেল কলেজ চত্বরে। মেডিসিন ব্লক অর্থাৎ যেখানে ক্যান্সার রোগীরা রয়েছেন তার কাছেই এই আগুন লাগে। পুরো ভবন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নেভানোর জন্য দ্রুত হাসপাতাল চত্বরে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। হাজির হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শেষ পর্যন্ত বেশ কয়েকঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রচন্ড ধোঁয়ায় শ্বাসকষ্টে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ২৫০ জন রোগীকে কাপড়ে ঢেকে ওয়ার্ড থেকে নিচে নামিয়ে আনে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে,অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বিভাগ এবং পূর্ত দপ্তর পৃথকভাবে তদন্ত করবে। সাতদিনের মধ্যে রিপোর্টও জমা দেবে তাঁরা। ঘটনার পর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘বুধবার সকালে হাসপাতালের ফার্মেসিতে আগুন লাগে। সেই আগুনের প্রভাব যাতে কোনও রোগীর উপর না পড়ে সেজন্য ২৫০ জনকে তড়িঘড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। মূলত তিনটি ওয়ার্ডের আগুনের কবলে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে সেগুলি খালি করে দেয়। যে জীবনদায়ী ওষুধগুলি নষ্ট হয়েছে, সেগুলি পরিবর্তন করে আনা হবে। গোটা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হবে।’ জানা গেছে, ফার্মাসিতে থাকা প্রায় ৫ কোটি টাকার ওষুধ নষ্ট হয়েছে।