আলাপের সাংস্কৃতিক মঞ্চে এবার জমল নাটক

0
1053

ডেটলাইন দুর্গাপুরঃ গণেশপুজো উপলক্ষ্যে দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় ১০ দিন ধরে জমিয়ে চলেছে মেলা ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠান। ইতিমধ্যে মেলা প্রাঙ্গনে বিগত পাঁচদিন ধরে আলাপ সাংস্কৃতিক মঞ্চ আলো করেছেন দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার একাধিক সঙ্গীত শিল্পী ও নৃত্য শিল্পীরা। কিন্তু মঙ্গলবার এখানকার সাংস্কৃতিক মঞ্চ এক অন্য চেহারা দেখল। আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবেই জড়িয়ে রয়েছে নাটক। নাটক দেখতে প্রায় সবারই ভালো লাগে। নাটকের অবশ্যই একটা সামাজিক মূল্যও রয়েছে। কারন লোকশিক্ষার অন্যতম জনপ্রিয় মাধ্যম হল নাটক। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকটি মঞ্চস্থ হয়। এছাড়াও শীর্ষেন্দু সরকারের পরিচালনায় ‘বন্দী’ নাটকটিও দেখেন দর্শকরা। পরিবেশনায় ছিল গুপীবাঘা ইন্ডাস্ট্রিজ। সঙ্গে আবৃত্তি পরিচালনা করেন রামরঞ্জন ঘোষাল। গান ও নাচের অনুষ্ঠানের পর এদিনের নাটক দর্শকদের কাছে এক অন্য ধরনের স্বাদ এনে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here