ডেটলাইন আসানসোলঃ ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই সেবছরই ১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলার আরও উন্নতির লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গঠন করেন। এদিন ছিল তার সপ্তম বর্ষ প্রতিষ্ঠা দিবস তথা রাইসিং ডে। এই উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আসানসোল পুলিশ লাইনে। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা। ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজও। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপনের কর্মসূচীও নেওয়া হয়। পাশাপাশি অসহায় প্রবীন মানুষদের পাশে দাঁড়াতে পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে “নমন” বলে একটি বিশেষ অনলাইন হেল্পলাইনও চালু করা হয়। এদিন দুজন পুরুষ ও মহিলা সহ মোট চারজনকে বিশেষ সুরক্ষা দেওয়া হয় পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এসবের সঙ্গেই ছিল পুলিশকর্মীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে হোমগার্ড দলকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি পায় কমিশনারেটের সেন্ট্রাল জোন। লক্ষী নারায়ণ মীনা বলেন , কমিশনারেট শুধুমাত্র আইনের রক্ষক হিসাবেই নয়,মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক সামাজিক কাজও তারা করে চলেছে।