টানা ব্যাঙ্ক বন্ধ নিয়ে বিভ্রান্তি

0
1037

ডেটলাইন ওয়েব ডেস্কঃ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ায় সাধারন মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে বিপর্যস্ত হতে পারে ব্যাঙ্কিং ব্যবস্থা। জন্মাষ্টমি, ছুটি, এবং শনি রবিবার থাকায় ১ থেকে ৫ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা ব্যাঙ্ক পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। এই খবরের কোন সত্যতা নেই বলে জানিয়েছেন ন্যাশনাল অর্গানাইজেশন অব ব্যাঙ্ক ওয়ার্কার্সের ভাইস প্রেসিডেন্ট অশ্বিনী রানা। তিনি এই দাবিকে নস্যাৎ করে দিয়ে বলেন, ‘বেশিরভাগই ব্যাঙ্কই খোলা থাকবে। শুধু তাই নয়, এটিএমগুলোও সক্রিয় থাকবে পুরোমাত্রায়। একমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মচারীরাই সেপ্টেম্বরের চার ও পাঁচ তারিখ গণছুটি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রভিডেন্ট ফান্ড ও পেনশন নিয়ে তাঁদের করা দাবির ভিত্তিতে। কিন্তু তাতে ব্যাঙ্কের দৈনন্দিন কাজকর্মে তেমন প্রভাব পড়বে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here