পেট থেকে বের হল শতাধিক ফলের বীজ,নাটবল্টু

0
964

ডেটলাইন পূর্ব বর্ধমানঃ চার বছরের এক ছেলের পেট থেকে বের হল ২০৩ টি কুলের বীজ, ১ টি খেজুর বীজ এমনকি একটি নাটবল্টুও। স্বাভাবিকভাবেই এসব দেখে অবাক হয়েছেন চিকিৎসকরা। শনিবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এমনই এক বিরল অপারেশনে প্রাণ বাঁচল চার বছরের জীবন রুইদাসের। হাসপাতালের সুপার ডাঃ উৎপলকুমার দাঁ এবিষয়ে জানান, ছেলেটি এক বিরল মানসিক রোগের শিকার। ত্রাইকোবেজো নামে এই রোগে আক্রান্তদের অখাদ্য ও কুখাদ্য জিনিস খাওয়ার প্রবণতা বাড়ে। বাস্তবিকই এমন রোগ খুবই কম দেখা যায়। তবে অপারেশনের পর শিশুটি সুস্থ আছে। হুগলীর গোঘাটের শ্যামবাজার গ্রামের শ্রমিক অজয় রুইদাসের ছেলে জীবন রুইদাস প্রায় এক বছর ধরে পেটের ব্যথায় ভুগছিল। আরামবাগের এক চিকিৎসকের পরামর্শে ১২ দিন আগে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার ডাঃ নরেন মুখার্জীর নেতৃত্বে ৮ জনের এক মেডিকেল টিম এই অপারেশন করেন। তাতেই তার পেট থেকে এসব আশ্চর্য জিনিসগুলি বের হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here