ডেটলাইন কলকাতাঃ সোমবার ছিল জাতীয় অপ্রচলিত শক্তি দিবস। এই দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন। রাজ্য সরকারের নতুন এই প্রকল্পের নাম ‘আলোশ্রী’। জাতীয় অপ্রচলিত শক্তি দিবস উপলক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই প্রকল্পের কথা ঘোষণা করেন। জানা গেছে, বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল–কলেজগুলিতে বিদ্যুৎ খাতে প্রতি বছর মোটা টাকা ব্যয় করতে হয়। সরকারের বহু টাকা চলে যায় এই বিদ্যুত খরচ মেটাতে। তাই এবার থেকে অপ্রচলিত শক্তিতেই জোর দিতে চায় রাজ্য সরকার। স্কুল–কলেজ ও বিভিন্ন দপ্তরের ছাদে বসানো হবে এই সৌরবিদ্যুৎ। এতেই চলবে আলো–পাখা। ইতিমধ্যেই কলকাতা ও পার্শ্ববর্তী শহরে ‘আলোশ্রী’ প্রকল্পের কাজ শুরু হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে,শিঘ্রই জেলায় জেলায় ‘আলোশ্রী’ প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ পাঠানো হচ্ছে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...