ডেটলাইন বাঁকুড়াঃ কেরালায় বন্যা পরিস্থিতি বিধ্বংসী আকার নিয়েছে। ইতিমধ্যে বন্যা ও ধসে ৩২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রায় ৩ লাখ লোক ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ভিন রাজ্যের অনেকেই কেরালায় গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আটকে পড়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেকেরই কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়ার দুই যুবকের ক্ষেত্রেও। মাস তিনেক আগে বাঁকুড়ার ছাতনা এলাকার শোয়ারবাকড়া গ্রামের অভিজিৎ মণ্ডল ও রামশঙ্কর মণ্ডল নামে দুই যুবক কাজের সন্ধানে কেরালায় যায়। সেখানে তারা একটি ঠিকাদারী সংস্থায় কাজ পেয়েছে বলে বাড়িতে জানায়। বাড়িতে নিত্য অভাব। সে কারনেই তাদের ভিন রাজ্যে যেতে হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। কিন্তু এখন তাদের কোন খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে গভীর উৎকন্ঠা। পরিবারের তরফে জানানো হয়েছে দিন তিনেক আগে ছেলেদের সঙ্গে শেষবার কথা হয়েছে। তার পর থেকে মোবাইল বন্ধ। তাদের চিন্তায় নাওয়া খাওয়া ভুলেছে পরিবারের সদস্যরা। দুই যুবককে ফিরে পেতে রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। শুধু বাঁকুড়া নয়,এরাজ্যের একাধিক জেলা থেকে গরীব পরিবারের অনেক যুবকই কেরালায় কাজের সন্ধানে গিয়ে থাকে। এবিষয়ে আরও অনেক পরিবারের পক্ষ থেকেই রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানানোয় সক্রিয় হয়ে উঠেছে নবান্ন। শুরু হয়েছে খোঁজকবর নেওয়া। সেই সূত্রেই এদিন শোয়ারবাকড়া গ্রামে এসে দুই যুবকের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে যান পুলিশের কয়েকজন আধিকারিক। তারা জানিয়েছেন, কেরালায় যোগাযোগ করার সবরকম চেষ্টা চলছে।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...