ডেটলাইন বাঁকুড়াঃ কেরালায় বন্যা পরিস্থিতি বিধ্বংসী আকার নিয়েছে। ইতিমধ্যে বন্যা ও ধসে ৩২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রায় ৩ লাখ লোক ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ভিন রাজ্যের অনেকেই কেরালায় গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আটকে পড়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেকেরই কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়ার দুই যুবকের ক্ষেত্রেও। মাস তিনেক আগে বাঁকুড়ার ছাতনা এলাকার শোয়ারবাকড়া গ্রামের অভিজিৎ মণ্ডল ও রামশঙ্কর মণ্ডল নামে দুই যুবক কাজের সন্ধানে কেরালায় যায়। সেখানে তারা একটি ঠিকাদারী সংস্থায় কাজ পেয়েছে বলে বাড়িতে জানায়। বাড়িতে নিত্য অভাব। সে কারনেই তাদের ভিন রাজ্যে যেতে হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। কিন্তু এখন তাদের কোন খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে গভীর উৎকন্ঠা। পরিবারের তরফে জানানো হয়েছে দিন তিনেক আগে ছেলেদের সঙ্গে শেষবার কথা হয়েছে। তার পর থেকে মোবাইল বন্ধ। তাদের চিন্তায় নাওয়া খাওয়া ভুলেছে পরিবারের সদস্যরা। দুই যুবককে ফিরে পেতে রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। শুধু বাঁকুড়া নয়,এরাজ্যের একাধিক জেলা থেকে গরীব পরিবারের অনেক যুবকই কেরালায় কাজের সন্ধানে গিয়ে থাকে। এবিষয়ে আরও অনেক পরিবারের পক্ষ থেকেই রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানানোয় সক্রিয় হয়ে উঠেছে নবান্ন। শুরু হয়েছে খোঁজকবর নেওয়া। সেই সূত্রেই এদিন শোয়ারবাকড়া গ্রামে এসে দুই যুবকের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে যান পুলিশের কয়েকজন আধিকারিক। তারা জানিয়েছেন, কেরালায় যোগাযোগ করার সবরকম চেষ্টা চলছে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...