ডেটলাইন বর্ধমান: ৯ আগস্ট, বিশ্ব আদিবাসী দিবস। প্রতিবছর এ দিন সারা বিশ্বে দিবসটি পালিত হয়। বিশ্বের ৭০টি দেশের প্রায় ৩৭ কোটি আদিবাসী জনগণ দিবসটি পালন করে। জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হল বর্ধমানের কোটকম্পাউণ্ডে। এদিন সিধু কানুর মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দেবু টুডু সহ জেলার বিভিন্ন জায়গার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তারা ধামসা মাদল নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সাঁওতালি নৃত্য পরিবেশিত হয় অনুষ্ঠানে।