ডেটলাইন ওয়েব ডেস্কঃ মাত্র ৪০ এই চলে গেলেন আরও এক প্রতিভাধর অভিনেতা। গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। এবার সেই একই বয়সে একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বলিউড টিভি অভিনেতা জাগনুর আনেজা। তিনি মিশরে বেড়াতে গিয়েছিলেন। অনুগামী ও আত্মীয়দের জন্য সোস্যাল মিডিয়ায় মিশর ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। কিন্তু সেই খুশি আর ধরে রাখতে পারলেন না। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুমমুখে ঢলে পড়েন তিনি। সিদ্ধার্থের মতো মাত্র ৪০ বছর বয়সে জাগনুরের চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না তাঁর পরিবারের লোকজন থেকে অনুরাগীরা। টেলিভিশন রিয়েলিটি (এম টিভি) শো ‘লভ স্কুল’ এর মাধ্যোমে জাগনুরের জনপ্রিয়তা বাড়তে থাকে। ছোটপর্দার অভিনেতা হলেও শিল্পা শেট্টি,রণবিজয় সিংহ,দিয়া মির্জার মতো তারকাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল জাগনুরের। বিভিন্ন সময়ে এদের সঙ্গে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন জাগনুর। স্বাভাবিকভাবেই এমন তরতাজা প্রতিভাধর এক অভিনেতার অকাল প্রয়াণের খবরে অভিনয় জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনেক বিশিষ্ট তারকা শোক প্রকাশের পাশাপাশি প্রয়াত জাগনুরের পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করেছেন।