‘চাই বিশুদ্ধ বাতাস’ বার্তা নিয়ে সাইকেল র‍্যালি

0
463

ডেটলাইন দুর্গাপুরঃ রবিবার দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ অন ফাউন্ডেশন এর সহযোগিতায় মুচিপাড়া থেকে খয়রাসোল ও ডেয়ারী মোড় হয়ে ‘আমরা চাই বিশুদ্ধ বাতাস’ শীর্ষক বার্তাকে সামনে রেখে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এই অভিযানে মোট ২৯ জন অংশগ্রহণ করেছে। র‍্যালির সূচনা করেন বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী। জলবায়ুর ঝুঁকি প্রশমিত করতে,আমাদের বায়ুকে বিশুদ্ধ করতে এবং কার্বনকে পৃথকীকরণে বিভিন্নরকম কর্মসূচিতে জোর দেওয়ার লক্ষ্যেই এই জনসচেতনতা কর্মসূচির আয়োজন বলে জানান আয়োজক সংগঠনের পক্ষে কবি ঘোষ ও অঙ্কিতা চক্রবর্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here