ক্রিকেটেও এবার লাল কার্ড?

0
2436

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ফুটবলারদের হলুদ ও লাল কার্ড দেখানোর নিয়ম তো আমরা সবাই জানি। কিন্তু তাই বলে ক্রিকেটারদেরও কার্ড দেখাবেন আম্পায়ার? এবার সেরকমই হতে চলেছে। মানে ফুটবলারদের মতো এবার ক্রিকেটারদেরও নিয়মভাঙ্গার শাস্তি হিসেবে হলুদ ও লাল কার্ড দেখানোর নিয়ম চালু হতে চলেছে। খেলার নিয়ম চূড়ান্তভাবে কোন খেলোয়াড় ভাঙলে তাকে তক্ষনাৎ লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার অধিকার ফুটবল সহ আরো কয়েকটি খেলায় থাকলেও এই নিয়ম ক্রিকেটে ছিল না। কিন্তু ইদানিং ক্রিকেট মাঠে ঘটছে নানা অভব্য আচরনের ঘটনা। ক্রিকেটারদের মধ্যে পরস্পরকে গালিগালাজ করা এমনকি একে অন্যকে বিশ্রীভাবে অঙ্গভঙ্গি করার রেওয়াজ বহু বছর ধরেই চলে আসছে ক্রিকেটে। এর পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটের একাধিক ম্যাচে ক্রিকেটারদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। স্বাভাবিকভাবেই এসব ঘটনায় কলঙ্কিত হচ্ছে ভদ্রলোকের খেলা ক্রিকেট। তাই এবার এসব বন্ধ করতে পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। মাঠে ক্রিকেটাররা অভব্য আচরণ করলে এবার ফুটবলের মতো মার্চিং অর্ডার দেবেন আম্পায়াররা। অতীতে বার বার আইসিসি প্লেয়িং কন্ডিশনের নিয়মে বদল এনেছে। তবে ফুটবলের মতো ক্রিকেটারদেরও এবার মাঠ থেকে বের করে দেওয়ার মতো ঘটনা একেবারে নতুন। সাধারণ, উত্তেজনাপূর্ণ মুহূর্তে ক্রিকেটাররা অভব্য আচরণ করে ফেলেন। যা ক্রিকেটের পরিপন্থী বলে আইসিসি’র দাবি। তাই খেলোয়াড়দের সবক শেখাতেই নাকি এই নতুন নিয়ম চালু করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here