একই দিনে ইউরো ও কোপা ফাইনাল নিয়ে উত্তেজনা

0
1676

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকা ও ইউরো কাপ বিশ্ব ফুটবলের জোড়া মহোৎসব নিয়ে মেতে উঠেছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। মেসি,নেমারদের ফুটবল যাদু দেখতে মুখিয়ে রয়েছে সবাই। রবিবার মাঝরাত ও ভোর রাতে টিভির সামনে বসে ফুটবলকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার প্রহর গোনা চলছে। উত্তেজনায় টগবগ করছেন লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী। তাদের মধ্যে রয়েছে ফুটবলপ্রিয় ভারতবাসীও। একই দিনে বিশ্বের দুই সেরা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। ২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ব্রাজিল ৩-০ গোলের জয় পায়। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও ব্রাজিল আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয়। ২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং ৫টি বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা। এমনটাই মনে করছে ফুটবল বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত ১৪বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা আর ৯ বার জিতেছে ব্রাজিল। প্রতিযোগিতামূলক ম্যাচে ১০৭ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে ৪৮ বার জয় পেয়েছে ব্রাজিল,৩৪টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে। আর ২৫টি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে,ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড ও ইটালির খেলা নিয়েও আমাদের দেশের ফুটবল মহলও বেশ উত্তেজিত। সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে এই প্রথমবার ইউরো কাপের ফাইনালে খেলছে ইংল্যান্ড। ১৯৬৮ ও ১৯৯৬ সালে ইউরো কাপের সেমিফাইনালে ওঠাই এতোদিন তাদের সেরা সাফল্য ছিল। কিন্তু ইউরোপ সেরা হওয়ার জন্য তারা মরিয়া। ১৯৬৬ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথমবার ইংল্যান্ড বড় কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here