আজ বিশ্ব পিতামাতা দিবস

0
1049

ডেটলাইন ওয়েব ডেস্কঃ বাবা মায়ের শর্তহীন নিঃস্বার্থ ভালবাসা ও সমর্থন সন্তানকে সবরকম বাধা পার হতে সাহায্য করে। মা বাবার শর্তহীন ভালবাসাই প্রত্যেক সন্তানসন্ততির জীবনের সবচেয়ে বড় উপহার। চিরকালিন এই উপলব্ধি থেকেই প্রতি বছর ১ জুন বিশ্বব্যাপী পালিত হয় বাবা মায়েদের দিন অর্থাৎ বিশ্ব পিতামাতা দিবস। তাঁরাই তো আমাদের পরিবারের প্রকান্ড দুই বটবৃক্ষ, যাঁদের ছায়া আমাদের আশ্রয়স্থল। এঁরাই পরিবারের চালনাশক্তি, তাঁদের উপরেই পরিবারের সমস্ত দায়-দায়িত্ব। ২০১২ সালে এই দিনটি পালন করার কথা ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে ১ জুন দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয়। একজন সন্তানের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ-সহ সমস্ত ক্ষেত্রেই পিতা মাতার অবদান অনস্বীকার্য। সন্তানদের বড় করতে তাঁরা এক মুহূর্তেই ত্যাগ করে ফেলেন নিজেদের সমস্ত ইচ্ছা-অনিচ্ছা,সখ আহ্লাদ। সন্তানের প্রতি বাবা-মায়ের যে আত্মবলিদান, তাকেই সম্মান জানানোর উদ্দেশ্যে বিশ্বজুড়ে পিতৃমাতৃ দিবস পালিত হয়। বিশেষ এই দিনটি পিতামাতার জন্য তাঁদের বাচ্চাদের সুরক্ষা এবং ইতিবাচক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এই দিনটিতে অভিভাবকরা তাঁদের বাচ্চাদের শিক্ষক হিসাবে স্বীকৃতি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here