প্লাস্টিকমুক্ত করতে হবে দুর্গাপুরকে

0
1012

ডেটলাইন দুর্গাপুরঃ দেশের দূষিত শহরগুলির মধ্যে অন্যতম হল দুর্গাপুর। শিল্প শহর বলে বেশির ভাগ সময়েই কলকারখানাগুলিকেই দূষণ ছড়ানোর জন্য দায়ী করা হয়। কিন্তু,তার পাশাপাশি অন্যান্য অনেক শহরের মতোই এই শহরেও দূষণবৃদ্ধির অন্যতম কারন হয়ে উঠেছে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার। সর্বত্রই প্লাস্টিক ক্যারিব্যাগের ছড়াছড়ি। তার থেকেই পরিবেশ দূষিত হয়ে চলেছে। ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ। সেকারনেই রাষ্ট্রসংঘ এবারে বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান রেখেছে ‘বিট প্লাস্টিক পলিউশন’ বা প্লাস্টিক দূষণ বন্ধ করো। এই স্লোগানকে সামনে রেখেই মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুর বিভাগের উদ্যোগে সিটি সেন্টারের একটি পার্কে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। পরিবেশ নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। ছিল বৃক্ষ রোপনের কর্মসূচীও। এখানে এক আলোচনাসভায় অংশ নেন শহরের মেয়র দিলীপ অগস্তি,মহকুমা শাসক শঙ্খ সাঁতরা,দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক অঞ্জন ফৌজদারসহ বণিকসভা ও শিল্প সংস্থার প্রতিনিধিরা। মেয়র পরিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায়সহ পুরসভার একাধিক কাউন্সিলারও এদিনের কর্মসূচীতে অংশ নেন। দুর্গাপুর শহরকে প্লাস্টিক মুক্ত করার উপর বিশেষ জোর দেন বক্তারা। মহকুমা শাসক শঙ্খ সাঁতরা জানান, প্লাস্টিকের দূষণ থেকে শহরকে মুক্ত করার জন্য ইতিমধ্যেই প্রশাসনিক অভিযান শুরু হয়েছে এবং তা নিয়মিত চলবে। এদিন দুর্গাপুর মহকুমার বিভিন্ন স্থানেই সরকারী ও বেসরকারী উদ্যোগে একাধিক কর্মসূচী পালন করা হয়। দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ণ আধিকারিক শুভ সিনহা রায়ের উদ্যোগে একশ দিনের কাজের প্রকল্পের আওতায় আজ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় চারাগাছ রোপন করা হয়। প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত, জেমুয়া গ্রাম পঞ্চায়েত, লাউদোহা গ্রাম পঞ্চায়েত, গোগলা গ্রাম পঞ্চায়েত, ইছাপুর গ্রাম পঞ্চায়েতে আজ মোট ১২ হাজার চারাগাছ রোপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here