এবার কি তাহলে মহিলা ক্রিকেটারদেরও আইপিএল?

0
955

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ সব কিছু ঠিকঠাক থাকলে এবার মিতালি রাজদেরও দেখা যাবে আইপিএলে। দেশের মহিলা ক্রিকেটাররাও এরকম টুর্নামেন্টের দাবি তুলেছেন। মিতালি রাজের নেতৃত্বে দেশের মহিলা ক্রিকেট দল বেশ ভাল খেলছে। গতবছর মহিলাদের বিশ্বকাপ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে তারা হেরে যায়।  প্রসঙ্গত ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। গত ১০ বছরে জনপ্রিয়তার শিখরে উঠেছে আইপিএল। প্রায় দু’‌মাসের ক্রিকেট মহাযজ্ঞে দেশি–বিদেশি ক্রিকেটাররা অংশ নেন। আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বাদ না পেলেও আইপিএলের দৌলতে অনেক ঘরোয়া ক্রিকেটারই কোটিপতি হয়েছেন। এই সুযোগ এবার নিতে চায় মহিলা ক্রিকেটাররাও।
মহিলাদের আইপিএল শুরু হওয়া নিয়ে জল্পনা বেড়েছে বিসিসিআইয়ের একটি সিদ্ধান্তে। ওয়াংখেড়েতে প্রথম প্লে–অফের আগে আইপিএলের ধাঁচে মহিলাদের একটি প্রদর্শনী টি২০ ম্যাচ হবে। দুই দলে থাকবেন ৩০ জন ক্রিকেটার। যার মধ্যে ২০ জন ভারতীয়। ১০ জন বিদেশি। দুটি দলই খেলাতে পারবে ৪জন করে বিদেশি। দুপুর ২.‌৩০ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে। অনেকেই মনে করছেন এই ম্যাচটি মহিলাদের আইপিএল শুরুর একটি ইঙ্গিত। ভারতে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা দেখে বোর্ড এই প্রদর্শনী ম্যাচটির আয়োজন করেছে। হয়তো এর মাধ্যমেই মহিলা ক্রিকেটারদের আইপিএলের সূচনা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here