ডেটলাইন বর্ধমানঃ বাংলার সেরা উৎসব শারদীয়ার রেশ এখনো রয়েছে। চারি দিকে কালীপুজোর ব্যস্ততাও চলছে। কিন্তু এর মধ্যেই রাজ্যের অন্যতম শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত বর্ধমান জেলার কৃষক মহলে গভীর উদ্বেগের সঞ্চার হয়েছে। কারন, চাষের জমিতে দেখা দিয়েছে তীব্র জলের অভাব। পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলাতেই কৃষি জমিতেই সেচের জল মিলছে না। ফলে মাথাই হাত পড়েছে কৃষি পরিবারগুলির। এই মুহূর্তে সবচেয়ে সমস্যা দেখা দিয়েছে আমন চাষে। শিঘ্র জলের ব্যবস্থা করা না হলে চরম সংকটের মুখে পড়তে হবে আমন চাষীদের। সবচেয়ে উদ্বেগের বিষয় হল এবার বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ডিভিসির ব্যারেজ গুলিতেও জল তেমন নেই। ফলে সংকট আরও বেড়েছে। গলসী, কাঁকসা, রায়না, মেমারী সহ দুই জেলার সমস্ত কৃষি ক্ষেত্রেই একই ছবি। পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন সক্রিয় হয়ে উঠলেও বাস্তব চিত্রটা বেশ কঠিন। কারন, জল কিভাবে পাওয়া যাবে তাই নিয়েই বাড়ছে দুঃশ্চিন্তা। বিষয়টি নিয়ে বর্ধমানে এক উচ্চ পর্যায়ের সভায় রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী, রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারসহ কৃষি বিভাগের আধিকারিকরা উপস্থিত থেকে সমস্যা সমাধানের দিশা খুঁজতে চাইলেও তা কিভাবে সম্ভব তা কেউ বলতে পারেননি। ইতি মধ্যেই সেচের জলের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন জেলার চাষীরা।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...