ডেটলাইন কলকাতাঃ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। কিন্তু বিভিন্ন নির্বাচনেই দেখা যায় নানাভাবেই ভোটারের গণতান্ত্রিক অধিকারকে ঠিক মতো প্রয়োগ করতে দেওয়া হয় না। নির্বাচন কমিশনের কাছে এমন ভুড়ি ভুড়ি অভিযোগ জমা পড়ে। রাজ্যে বিগত সময়ে পঞ্চায়েত নির্বাচন ও দুর্গাপুর পুরসভা নির্বাচনের সময়ও এই ধরনের অভিযোগে সোচ্চার হয়েছিল বিরোধীরা। আবার একটি নির্বাচন চলে এলো। লোকসভা নির্বাচনই হল দেশের সবচেয়ে বড় নির্বাচন। তাই সেই নির্বাচনকে সুষ্ঠভাবে পরিচালনা করা নির্বাচন কমিশনের কাছে এক বড় চ্যালেঞ্জ। তাই এবারই প্রথম প্রতিটি বুথে থাকছে ভিভিপ্যাট মেশিন(Voter Verifiable Paper Audit Trail) আর সেই মেশিনের স্ক্রিনেই ভোটার ভোট দেওয়ার পর দেখতে পারবেন তিনি কাকে ভোট দিলেন। অতএব ভোটার নিশ্চিত হতে পারবেন যে তার ভোটটি সঠিক জায়গায় পড়েছে কিনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,রাজ্যে সব বুথে এবার ভিপিপ্যাট ভোট মেশিন ব্যবহার করা হবে। এই মেশিনে ভোট দেওয়ার পর স্ক্রিনে সাত সেকেন্ড ধরে ভোটার দেখতে পাবেন, তিনি কাকে ভোট দিয়েছেন। এটাই এবারের লোকসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূ্র্ণ এক সংযোজন।