জমে উঠল উত্তর প্রদেশের রাজনীতি,সব আসনেই লড়বে কংগ্রেস

0
802

ডেটলাইন ওয়েব ডেস্কঃ নতুন বছর পড়তেই আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছে দেশের সব রাজনৈতিক দলই। বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বিজেপি বিরোধী মহাজোট গড়ে তোলার উপর বিশেষ জোর দিয়েছেন। বিজেপিও সেই জোট ভাঙার লক্ষ্যে নানা কৌশল নিয়ে চলেছে। এই পরিস্থিতিতে দেশের নজর কেড়ে নিয়েছে ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ। যখন মোদিকে আটকাতে মহাজোটের উদ্যোগ চলছে তখন উত্তর প্রদেশে অনেক আগেই কংগ্রেসকে বাদ দিয়েই লোকসভা ভোটের আসন বন্টন করে নিয়েছে উত্তরপ্রদেশের দুই বিরোধী রাজনৈতিক দল বিএসপি এবং এসপি। যৌথ সাংবাদিক বৈঠকে মায়াবতী ও অখিলেশ যাদব জানিয়েছেন,রাজ্যের ৮০টা লোকসভা আসনের মধ্যে দুটি দলই ৩৮টি করে আসনে প্রার্থী দেবে। একইসঙ্গে তারা জানান, দীর্ঘদিন কংগ্রেসের হাতে থাকা রায়বরেলি এবং আমেঠি এই দু’টি আসন তাঁরা কংগ্রেসের জন্য ছেড়ে রাখছেন। বাকি দু’টি আসনও নিশাদ পার্টি বা রাষ্ট্রীয় লোক দলের মতো ছোট দলগুলির জন্য ছেড়ে দেওয়া হবে। এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই কংগ্রেসও এবার মাঠে নেমে পড়ল। রবিবার কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হল উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনেই তারা প্রার্থী দেবে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মায়াবতী ও অখিলেশ যাদবের প্রতি নরম মনোভাব দেখিয়ে বলেছেন,ওরা যা ভালো বুঝেছেন তাই করেছেন। তবে তিনি একই সঙ্গে রাজ্যের সবকটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে উদ্যোগী হয়ে যে মায়াবতীদের পাল্টা চাপে ফেললেন তা বলাই বাহুল্য। শুধু তাই নয়, ফেব্রুয়ারীর শেষ দিক থেকেই রাজ্যের ৮০টি কেন্দ্রে ১৩টি নির্বাচনী সভা করা হবে এবং সেই সভাগুলিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ভাষন দেবেন বলেও জানানো হয়েছে। সোজা কথায় বিগত কয়েক বছর ধরে রাহুল যেমন বিভিন্ন রাজ্যে জোরদার প্রচার করেছেন সেরকমই এবার উত্তর প্রদেশেও তিনি সক্রিয় ভূমিকা নিতে চলেছেন। অন্যদিকে উত্তর প্রদেশের মতো রাজ্যে বিজেপি–বিরোধী মহজোট এভাবে ধাক্কা খাওয়ায় জাতীয় স্তরে ফেডারেল ফ্রন্ট গড়ার ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়ে সেদিকেই চেয়ে রয়েছে রাজনৈতিক মহল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here