বুধবার থেকে লোকাল ট্রেন চালু, চলছে তৎপরতা

0
741

ডেটলাইন কলকাতাঃ রাজ্য সরকার ও রেলের মধ্যে কয়েক দফায় আলোচনার পর আগামী বুধবার থেকে সাধারন যাত্রীদের জন্য রাজ্যে রেল পরিষেবা শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিড় এড়াতে পর্যাপ্ত ট্রেন চালানোর অনুরোধ জানিয়েছিলেন। প্রাথমিক ভাবে অফিস টাইমে হাওড়া-শিয়ালদহ মিলিয়ে আনুমানিক ২০০টি ট্রেন চলবে বলে  রেল জানালেও ভিড় এড়াতে মুখ্যমন্ত্রী রেলকে অনুরোধ করেছিলেন বেশি করে লোকাল ট্রেন চালাতে। প্রথম দিকে ২৫ শতাংশ ট্রেন চালাতে সম্মত হলেও বুধবার থেকে ৪৬ শতাংশ লোকাল ট্রেন চালাতে সম্মত হয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব ও দক্ষিণ–‌পূর্ব রেল উভয়েই বাড়াচ্ছে ট্রেনের সংখ্যা। পূর্ব রেলের পাশাপাশি বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবাও শুরু করছে দক্ষিণ-পূর্ব রেল। এদিন রেলের পক্ষ থেকে জানিয়েছে, আপাতত ওই দিন থেকে ৮১টি ট্রেন চলবে। ৪০টি আপ এবং ৪১টি ডাউন, এই বিন্যাসে চালানো হবে ট্রেন। উল্লেখ্য পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনে (মেইন, বনগাঁ ও দক্ষিণ শাখা) বুধবার থেকে ৪১৩টি ট্রেন চালাবে। হাওড়া ডিভিশনে (মেইন, কর্ড ও তারকেশ্বর) চলবে ২০২টি ট্রেন।  শহরতলিতে লোকাল চালাতে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে পূর্ব ও দক্ষিণ–‌পূর্ব রেল। শুরু হয়েছে রেলের বগি ও স্টেশন–‌চত্বর জীবাণুমুক্তির প্রক্রিয়া। ট্রেন চলাচলের সঙ্গে যুক্তদের সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত মাস্ক,  স্যানিটাইজার ও সাবানের বন্দোবস্ত করা হয়েছে। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। দূরত্ববিধি পালনে যাত্রীদের সচেতনতাকেই গুরুত্ব দিচ্ছে রেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here