ডেটলাইন কলকাতাঃ রাজ্য সরকার ও রেলের মধ্যে কয়েক দফায় আলোচনার পর আগামী বুধবার থেকে সাধারন যাত্রীদের জন্য রাজ্যে রেল পরিষেবা শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিড় এড়াতে পর্যাপ্ত ট্রেন চালানোর অনুরোধ জানিয়েছিলেন। প্রাথমিক ভাবে অফিস টাইমে হাওড়া-শিয়ালদহ মিলিয়ে আনুমানিক ২০০টি ট্রেন চলবে বলে রেল জানালেও ভিড় এড়াতে মুখ্যমন্ত্রী রেলকে অনুরোধ করেছিলেন বেশি করে লোকাল ট্রেন চালাতে। প্রথম দিকে ২৫ শতাংশ ট্রেন চালাতে সম্মত হলেও বুধবার থেকে ৪৬ শতাংশ লোকাল ট্রেন চালাতে সম্মত হয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব ও দক্ষিণ–পূর্ব রেল উভয়েই বাড়াচ্ছে ট্রেনের সংখ্যা। পূর্ব রেলের পাশাপাশি বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবাও শুরু করছে দক্ষিণ-পূর্ব রেল। এদিন রেলের পক্ষ থেকে জানিয়েছে, আপাতত ওই দিন থেকে ৮১টি ট্রেন চলবে। ৪০টি আপ এবং ৪১টি ডাউন, এই বিন্যাসে চালানো হবে ট্রেন। উল্লেখ্য পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনে (মেইন, বনগাঁ ও দক্ষিণ শাখা) বুধবার থেকে ৪১৩টি ট্রেন চালাবে। হাওড়া ডিভিশনে (মেইন, কর্ড ও তারকেশ্বর) চলবে ২০২টি ট্রেন। শহরতলিতে লোকাল চালাতে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে পূর্ব ও দক্ষিণ–পূর্ব রেল। শুরু হয়েছে রেলের বগি ও স্টেশন–চত্বর জীবাণুমুক্তির প্রক্রিয়া। ট্রেন চলাচলের সঙ্গে যুক্তদের সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজার ও সাবানের বন্দোবস্ত করা হয়েছে। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। দূরত্ববিধি পালনে যাত্রীদের সচেতনতাকেই গুরুত্ব দিচ্ছে রেল।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...